বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে ব্রাজিলিয়ান প্রেমিকার উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দিনের পর দিন বড় পর্দায় যিনি দর্শকদের 'রোম্যান্স'-এর শিক্ষা দিয়েছেন, তার পুত্র কাকে মন দিয়েছেন, তা নিয়ে কৌতূহল সকলেরই। 

বিভিন্ন সময় বলিউডের নানা সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে আরিয়ানের। সেই তালিকায় কখনও উঠে এসেছেন নোরা ফাতেহি, কখনও জড়িয়েছে অনন্যা পাণ্ডের নাম। দু'একবার উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার নাম। 

যদিও এখন শোনা যাচ্ছে, আরিয়ান মন দিয়েছেন ব্রাজিলের নাগরিক মডেল লারিসা বনেসিকে। আরিয়ানের বলিউডে অভিষেক ঘটতে চলেছে পরিচালক হিসেবে। সেই উপলক্ষে সম্প্রতি মুম্বাইয়ে হয়ে গেলো এক অনুষ্ঠান। তারপরই লারিসা বার্তা দিলেন প্রেমিক আরিয়ানের উদ্দেশে।

বিনোদন জগতে পা রাখলেও অভিনয়ের বদলে ক্যামেরার পিছনে থেকে কাজ করতেই চাইছেন আরিয়ান। আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে উত্তেজিত লারিসা। তিনি লেখেন, ‘এই বিশ্বের অন্যতম প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, এক ও অদ্বিতীয় আরিয়ান খান।’

আরও পড়ুন: আমিরকে বৃদ্ধ বলায় যে জবাব দিলেন নায়ক

গত বছর থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে আরিয়ান ও লারিসাকে। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিংয়ের জগতে ভালই পরিচিতি তার। একাধিক প্রতিষ্ঠিত সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন তিনি।

বড় পর্দায় কাজ করেছেন লারিসা। ২০১১ সালে বলিপাড়ার ডেভিড ধাওয়ানের পুত্র রোহিত ধাওয়ানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'দেশি বয়েজ' ছবিটি। অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত এই সিনেমার একটি গানে অভিনয় করেন লারিসা। 

এসি/কেবি


আরিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন