ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বিটিসিএল কলোনি জামে মসজিদের খতিব মুহিবুল্লাহ মিয়াজীর ঘটনা কেন্দ্র করে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমন্বয়ে গঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চা বলেছে, দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যা এবং তাদের মন্দির, বিগ্রহ ধ্বংসের অব্যাহত হুমকির মাধ্যমে দেশব্যাপী পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এতে সংখ্যালঘুদের মনে গভীর উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮শে অক্টোবর) রাতে সংগঠনের এক বিবৃতিতে এ উদ্বেগ ও শঙ্কার কথা তুলে ধরার পাশাপাশি এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অশুভ মহল বাংলাদেশকে সংখ্যালঘুশূন্য করার জন্য নির্বাচনের পূর্বাপর সাধারণ ধর্মপ্রাণ জনগণের মাঝে মিথ্যা গুজব ছড়িয়ে ও প্রচার চালিয়ে উসকানি দিয়ে চলেছে।
বিবৃতিতে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এসব জঘন্য অশুভ তৎপরতা সরকার ও প্রশাসনের নাকের ডগায় হলেও তারা রহস্যজনক নীরবতা পালন করে চলেছে এবং বেশিরভাগ সময়ে ঘটনাগুলোকে অস্বীকার করছে।
আরো বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল, সুশীল সমাজসহ গণতান্ত্রিক সামাজিক শক্তিকে ক্রিয়াশীল ভূমিকা নিতে দেখা যাচ্ছে না।
বিবৃতিতে বলা হয়, ঐক্যমোর্চা অনতিবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী চলমান সহিংসতা বন্ধ, ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং ইসকনের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধে সরকারকে যথাযথ আশু পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, একই সঙ্গে সারাদেশের সর্বস্তরের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক জনগণ; গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক নেতাদের এসব মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে ঐক্যমোর্চা।
জে.এস/
খবরটি শেয়ার করুন 
                      
                                                
                                             
                                         
                                                         
                                         
                                                         
                                                         
                                                         
                                             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                            