মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে আজ (বৃহস্পতিবার) ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এক অ্যাকাউন্ট থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুন: দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশে চলমান পরিস্থিতিতে ব্যাংকগুলোর টাকা স্থানান্তরে নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে। যেসব প্রতিষ্ঠান এই অর্থ স্থানান্তরের কাজটি করেন, তারাও এখন সাহস পাচ্ছেন না। ফলে ব্যাংকগুলোতে নগদ টাকার কিছুটা সংকট তৈরি হয়েছে। এরই প্রক্ষিতে বাংলাদেশ ব্যাংক এমন নির্দেশনা দিয়েছে। তবে অনলাইন লেনদেনে যেকোনো অঙ্কের লেনদেন করা যাবে।

এসি/কেবি


ব্যাংক লাখ টাকা

খবরটি শেয়ার করুন