মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

নববর্ষের প্রতিজ্ঞা হোক শহরে আবর্জনা ফেলব না: মেয়র আতিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৪

#

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নববর্ষের প্রতিজ্ঞা হোক আমরা কেউ ঢাকা শহরে ময়লা আবর্জনা না ফেলে। মনের আবর্জনাকে যদি আমরা মুছে ফেলতে পারি তাহলে শহরে আর কেউ আমরা আবর্জনা ফেলব না।

রোববার (১৪ই এপ্রিল) দুপুরে গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন পার্কে পহেলা বৈশাখের নববর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গুলশান-বনানী-বারিধারা-উত্তরা অঞ্চলের শিল্পী ও নাগরিক সামাজিক উদ্যোগে ঢাকা উত্তর আয়োজনে 'অলি-গলির হালখাতা' নামে নববর্ষের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার বক্তব্য শুরু করেন 'আগে কি সুন্দর দিন কাটাতাম' গানের লাইন উচ্চারণ করে।

তিনি বলেন, আমরা পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে চাই পহেলা বৈশাখের অনুষ্ঠান ও ঐতিহ্যকে। পাড়ায় পাড়ায় পহেলা বৈশাখের উৎসব হবে। আগে মা-বাবা শবেবরাতের দিনে বলতেন হালুয়া নিয়ে যা রুটি নিয়ে যা। এখন কেউ আমরা হালুয়া রুটি নিতে যাই না, আমরা সবাই নিজের ঘরের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। মোবাইল বাদ দিয়ে কিছুক্ষণের জন্য হলেও এ অনুষ্ঠানে যারা আসতে পেরেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী একটি দেশ। জয় বাংলার জয় গান গেয়ে দেশ স্বাধীন হয়েছে।

মেয়র বলেন, পহেলা বৈশাখের গানের একটি উক্তি আছে 'যাক যাক মন থেকে যেন সকল আবর্জনা চলে যাক'। মনের আবর্জনাকে যদি আমরা মুছে ফেলতে পারি তাহলে শহরে আর কেউ আমরা আবর্জনা ফেলব না। এটি আমাদের আজকের প্রতিজ্ঞা, গানে না বাস্তবে আমরা আবর্জনা ফেলব না। আমরা কি পারি না এই শহরটাকে মন থেকে ভালোবাসতে। এই বৈশাখের দিনে সবাইকে উদারতার আহ্বান জানাব আসুন আমরা কেউ খাল দখল করব না, মাঠ দখল করব না। নিজেকে আবর্জনামুক্ত রাখব এবং আমাদের শহর এবং আমাদের দেশকে ভালোবাসব।

ওআ/

নববর্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন