রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদে বিয়ের পর পার্টি করে বিবাহত্তোর সংবর্ধনা স্বাগতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে ২৪শে জানুয়ারি দুপুর ১২টায় বিয়ে করেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর শনিবার (২৭শে জানুয়ারি ) অনুষ্ঠিত হয় বিবাহত্তোর সংবর্ধনা।

বিয়ের শুরুটা সাদাসিধে হলেও এরপর দুটি বড় অনুষ্ঠান করেন তিনি। প্রথম অনুষ্ঠানে তিনি পাঞ্চাত্য আঙ্গিকের পোশাক পরেন। সাদা অফ সোল্ডার গাউনে দেখা যায় অভিনেত্রীকে। তার স্বামীকেও দেখা যায় একই রঙের টাক্সিডো স্যুটে। আর ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হয় তাদের বিবাহত্তোর সংবর্ধনা। 

রাজধানীর মধ্যে হলেও বিশাল বড় খোলামেলা পরিবেশে হয় এই অনুষ্ঠান। স্বাগতা তার রিসেপশনে পরেছিলেন স্পেশ্যাল ডিজাইন করা অরেঞ্জ রঙের জামদানি। তার স্বামীও ম্যাচিং করে শেরওয়ানি পরেছিলেন। দুজনকে একসঙ্গে ভীষণ মানিয়েছিল।

জমদানি, ম্যাচিং ওড়না, গা ভর্তি সোনার গয়না, চমৎকার মেকাপ, চোখের লেন্স- সব মিলিয়ে বধূবেশী স্বাগতার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।

এদিন শোবিজের অনেক তারকা একত্রিত হন। আবুল হায়াতের মতো প্রবীণ অভিনেতা থেকে শুরু করে তরুণ প্রজন্মের তারকা, সাংবাদিকসহ আত্মীয় স্বজনের মিলনমেলা বসেছিল। স্বাগতার বিয়েতে শোবিজ তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন স্ত্রীসহ আবুল হায়াত, অরুণা বিশ্বাস, স্বামীসহ তানভীন সুইটি, তারকা দম্পতি দীপা খন্দকার ও শাহেদ আলী সুজন, অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ, শামীমা তুষ্টি, আশনা হাবিব ভাবনা, আঞ্জুমান আরা বকুল, শিল্পী সরকার অপু, শর্মিমালা, ফারজানা চুমকি, অভিনেতা তানভীর, ইমতিয়াজ বর্ষন, শ্যামল মাওলা, নৃত্যশিল্পী উপমা, নির্মাতা নুরুল আলম আতিক-মাতিয়া বানু শুকু দম্পতি, অনিমেষ আইচ, উপস্থাপক ফারহানা নিশো, রুম্মান রশীদ খান, সংগীতশিল্পী জয়িতা, সংগীতশিল্পী সন্ধি ও সভ্যতাসহ অনেকে।

স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী বাংলাদেশি। তার জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আজাদ পেশায় ব্যবসায়ী। 

গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি পাওয়া গেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তাহমিনা মৌ স্বাগতার বিয়ের ছবি স্টোরিতে পোস্ট করে নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

আরো পড়ুন: দর্শকদের আশ্বস্ত করলেন শাবনূর

স্বামীর প্রসঙ্গে স্বাগতা বলেন, তিনি একেবারেই শোবিজের বাইরের মানুষ। তার নাম ড. হাসান আজাদ। পেশা ব্যবসা। মানুষ হিসেবে চমৎকার, উচ্চশিক্ষিত, মার্জিত ব্যক্তিত্বের অধিকারী। এসব কারণেই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাইছি।

গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডনপ্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। 

চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন।

স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। 

গত বছরের সেপ্টেম্বরে স্বাগতাকে তার বান্ধবী ঢাকার একটি ক্লাবে নিয়ে যান। ওখানে হ্যাংআউট করতে গিয়েছিলেন তারা। অভিনেত্রীর বান্ধবীর এক বন্ধু সম্পর্কে হাসানের কাজিন হন। হাসানও ছিলেন সেখানে। সেটিই প্রথম দেখা। এরপর অনেক দিন দেখা হয়নি তাদের।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে হাসানের সঙ্গে আবারও দেখা হয় স্বাগতার। তখন তিনি বুঝতে পারেন হাসান তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। স্বাগতাও সেই বন্ধুত্বকে স্বাগত জানান। এসবের মধ্যেই মনে মনে নিজের জন্য পাত্র খুঁজছিলেন অভিনেত্রী। পরে জানতে পারেন হাসানও পাত্রী খুঁজছেন। ফলে দুয়ে দুয়ে চার মিলে যায় তাদের।

এসি/ আই. কে. জে/ 

স্বাগতা মসজিদে বিয়ে সংবর্ধনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন