বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে

ন্যাটোর সদস্যপদ : ইউক্রেনের গলার কাটা স্লোভাকিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায় ইউক্রেন। তবে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইউক্রেনের ন্যাটো সদস্যপদের আবেদনে ভেটো দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। রোববার (২১শে জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্তো ফিকো চলতি সপ্তাহে কিয়েভ সফরের আগে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তার দেশের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। 

তিনি বলেছেন, তিনি এই (ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার) পদক্ষেপে ভেটো দেবেন। একইসঙ্গে ইউক্রেনকে তিনি বিশ্বের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ’ হিসাবে বর্ণনা করেছেন এবং দেশটির সামগ্রিক ‘প্রভাব’ আমেরিকার  নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ফিকো শনিবার (২১শে জানুয়ারি)পাবলিক ব্রডকাস্টার আরভিটিএসকে বলেছেন, ‘ আমেরিকার সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেন।’

স্লোভাকিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, আগামী বুধবার (২৪শে জানুয়ারি) তিনি কিয়েভ যাবেন এবং ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সাথে দেখা করবেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি তাকে বলব- আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং আমি ভেটো দেব।’

ফিকোর বিশ্বাস, ‘এই ধরনের পদক্ষেপ কেবলমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কোনও কিছু নয়।’

গত বছরের সেপ্টেম্বরের শেষে স্লোভাকিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে রাশিয়াপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি। আর এরপরই রবার্ট ফিকোর নেতৃত্বাধীন এই দলটি অবিলম্বে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দিয়ে দেয়।

দলটির নির্বাচনে জয়ের পর বিবিসি বলেছিল, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভের বেশ বড় সমর্থক হিসেবে জোরালো ভূমিকা রেখে আসছে স্লোভাকিয়া। তবে নির্বাচনে জয় পাওয়া মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি ইউক্রেনে অবিলম্বে সামরিক সহায়তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: আনাদোলু

এইচআ/  আই.কে.জে

ইউক্রেন স্লোভাকিয়া বিতর্ক ন্যাটোর সদস্যপদ রবার্তো ফিকো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250