সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় রুশ-আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার সঙ্গে রাশিয়ার আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ ছিল। জাতিসংঘ ও অন্যান্য দেশ পরবর্তী আলোচনাগুলোতে অংশ নেবে, এমনটাই জানিয়েছেন আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি দলের সদস্য গ্রিগরি কারাসিন। খবর রুশ সংবাদ সংস্থা তাসের।

রুশ সিনেটর গ্রিগরি কারাসিনকে উদ্ধৃত করে তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সবকিছু নিয়েই আলোচনা হয়েছে—তীব্র কঠিন আলোচনা হয়েছে। কিন্তু এটি আমাদের ও আমেরিকানদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।’

সাবেক কূটনীতিক কারাসিন বলেছেন, ‘আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ ও অন্যান্য পরিচয় গোপনকারী দেশ এতে অংশ নেবে। আমরা এটি চালিয়ে যাব, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে। বিশেষ করে জাতিসংঘ ও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে।’

কারাসিন আরও বলেন, ‘মোটকথা, একটি গঠনমূলক আলোচনার আভাস পাওয়া গেছে, যা প্রয়োজন ও দরকারি। আমেরিকানরাও এতে আগ্রহী।’

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে গত রোববার (২৩শে মার্চ) ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণে রাশিয়া ও আমেরিকার মধ্যে আলোচনা প্রায় বারো ঘণ্টা পর শেষ হয়েছে। সেই আলোচনার পর এ রুশ-আমেরিকা বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার (২৫শে মার্চ) বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সাবেক কূটনীতিক ও বর্তমানে ফেডারেশন কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান গ্রিগরি কারাসিন এবং রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) পরিচালকের উপদেষ্টা সের্গেই বেসেদা।

আরএইচ/এইচ.এস

রুশ-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন