ছবি: সংগৃহীত
বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষকেরা।
তারা লাগাতার অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মবিরতির পাশাপাশি আজ মঙ্গলবার (১৪ই অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গতকাল সোমবার (১৩ই অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই আন্দোলন করছে।
গত রোববার (১২ই অক্টোবর) তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর সমাবেশ করেন। পরে পুলিশি লাঠিচার্জে তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং কর্মবিরতি পালন করছেন।
অর্থ মন্ত্রণালয় গত ৫ই অক্টোবর শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্ত পালন সাপেক্ষে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।
শিক্ষকদের ক্ষোভের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ই অক্টোবর এই প্রস্তাব পাঠানো হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে এবার ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষকরা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন