শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ থেকে অবসর নিয়ে বোমা ফাটালেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে গণমাধ্যম এড়িয়ে চলা মুশফিক বিপিএল চলাকালীন দুদিন সংবাদ সম্মেলনে আসন। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বলেছেন, ‘অনেক দিন পর ভালো খেলেছি বলেই সংবাদ সম্মেলনে এসেছি।’ এই সংবাদ সম্মেলনে আসা-না আসা নিয়ে অনেক আলোচনা হয়। সমালোচনাও হয়। কেবল পারফর্ম করলেই যে সংবাদ সম্মেলনে হাজির হতে হয় বিষয়টা তেমন নয়। দলের প্রতিনিধি হয়ে চাইলেই যে কোনো সময় গণমাধ্যমের মুখোমুখি হওয়া যায়।

মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্বীকৃত পেজে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর বিপিএলের নবম আসর খেললেও গণমাধ্যমের সামনে আসেননি।

সমালোচনা আর আবেগের বশে গত বছরের টি-২০ বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছেন তিনি। ওই অবসর নিয়ে আক্ষেপ নেই দাবি করলেও আক্ষেপ ভরা কণ্ঠে মুশফিক রাখলেন প্রশ্ন, ‘আমি কি নিজের ইচ্ছায় অবসর নিয়েছি?’ 

বুধবার বিপিএলের দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। দলকে জেতাতে পরিস্থিতির দাবি মিটিয়ে ৩৮ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে টি-২০’র আন্তর্জাতিক ক্যারিয়ার থামিয়ে দেওয়া নিয়ে কথা বলেন। 

সেখানে মুশফিক বলেন, ‘আক্ষেপ নেই (আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নেওয়ায়)। এসব আপনারা (পারফরম্যান্স ও গেমসেন্স ভালো) ভালো খেলছি তাই বলছেন, আগে তো কাউকে বলতে শুনিনি। আমি কি একটা প্রশ্ন রাখবো? আমি কি নিজ ইচ্ছায় টি-২০ থেকে বিদায় নিয়েছি? আমি যে মাসে অবসর নিলাম, তার আগের মাসটা একবার দেখেন, আমার আর কিছু বলার দরকার পড়বে না।’

আরো পড়ুনহারল সাকিবদের রংপুর, ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ তামিমদের বরিশাল

সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে মুশফিকুর রহিম বাজে ক্রিকেট খেলেন। তখন তার পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা হয়। এমনকি তার ওই এশিয়া কাপের দলে নেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের আগে ৪ঠা সেপ্টেম্বর অবসর নেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। 

এবারের বিপিএলে মুশফিক পঞ্চম সর্বাধিক ৩৬৭ রান করেছেন। খুলনার বিপক্ষে ৩৯ বলে ৬৮ ও কুমিল্লার বিপক্ষে ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি। সর্বাধিক রানের তালিকায় আছেন টি-২০ ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবাল। ভালো কিছু ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহও। 

বুড়োদের দল ফাইনাল ওঠা নিয়ে মুশফিক বলেন, ‘আসরের শুরুতে অনেকে বলেছিল, বরিশাল বুড়োদের দল। টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতা তেমন কাজে লাগে না। এই ধারণা একেবারেই ভুল। আমরা এখন ফাইনালে। অভিজ্ঞতা যেকোন ফরম্যাটে অত্যন্ত মূল্যবান।’

এসি/


মুশফিক টি-২০

খবরটি শেয়ার করুন