ছবি: সংগৃহীত
সম্প্রতি মুক্তি পেয়েছে বিশিষ্ট গীতিকবি খোকন কুমার রায়ের কথায় এবং জনপ্রিয় সংগীতশিল্পী তানভির হোসেন প্রবালের অনবদ্য গায়কীতে গাওয়া ‘বন্দী আজো আমি’ গানটি।
গানটির সংগীত আয়োজন করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক মীর মাসুম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফখরুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন জিসান রহমান।
গানটিতে এক নিগূঢ় প্রেমে অনন্তকালের তরে আটকে থাকার গল্প উঠে এসেছে।
গানের কথা (আংশিক) -
বন্দী আজো আমি তোমার প্রেমের জালে
বন্দী ছিলাম আগেও প্রতি যুগে, প্রতি কালে
যতবারই জন্মাই আমি আটকে যাই তোমার মায়ায়
বৈঠাহীন নৌকা আমার উদ্ভ্রান্ত তোমার মন মোহনায়....
গানটি আদৃতা মুভিজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল
আরো পড়ুন: ফোন ছুড়ে ফেলায় সাকিবের এক হাত নিলেন জায়েদ খান!