বন্যাকবলিত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা প্রাইমারি স্কুলে শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। দেশ সেরা দশ থেকে বারো জন বিশেষজ্ঞ চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত থাকবেন। এখানে প্রেসক্রিপশনের সঙ্গে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে।
বসুমিয়া চৌধুরী পরিবারের পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
আই.কে.জে/