রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি - সংগৃহীত

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘোষিত দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’কে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি ঠেকাতে সরকারের প্রস্তুতি হিসেবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা  মো. শরীফুল ইসলাম বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন।

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত পৌনে ৮টায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও জানানো হয়।

আই.কে.জে/

বিজিবি মোতায়েন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন