বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরেই আসতে পারে ক্যান্সারের টিকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫

#

ক্যান্সার টিকার গবেষণা নতুন ধাপে পৌঁছেছে। সম্প্রতি ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম একটি টিকা প্রস্তুত করেছে রাশিয়া। যা দেশটির সব নাগরিককে বিনামূল্যে দেওয়া হবে। 

এবার আমেরিকার বিজ্ঞানীরাও একই দাবি সামনে এনেছেন। বলছেন, ক্যান্সারের টিকা তৈরিতে আশাব্যঞ্জক ফলাফল পেতে শুরু করেছেন তারা। 

দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্সারের টিকা মূলত ইমিউন সিস্টেম বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়ে টিউমার চিহ্নিত করতে সহায়তা করে। এর পরীক্ষামূলক ব্যবহার নানা ধরনের ক্যান্সারের বিরুদ্ধে ইতিবাচক ফলাফল দেখাচ্ছে। 

বিজ্ঞানীরা টিউমারের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে নির্ধারণ করছেন, কোন মিউটেশন ইমিউন সিস্টেমকে সবচেয়ে বেশি সক্রিয় করতে পারে। আরএনএ ব্যবহার করে শরীরের কোষকে ক্যান্সারের নির্দিষ্ট অ্যান্টিজেন তৈরি করতে প্রশিক্ষণ দেয়া হয়। ফলে ইমিউন সিস্টেম ক্যানসারের কোষগুলোকে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম হয়।

দুই মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না এবং মার্কের তৈরি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ক্যান্সার টিকা সম্প্রতি ত্বকের ক্যান্সার রোগীদের ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক টিকা হচ্ছে, নির্দিষ্ট একজনের জন্য তৈরি করা টিকা। এক্ষেত্রে রোগের লক্ষণ ও পর্যায় বিবেচনা করে টিকা তৈরি হয়।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এই টিকা ক্যান্সার পুনরাবৃত্তি বা মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়ে এনেছে। এছাড়া, একই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য ক্যান্সারের বিরুদ্ধেও পরীক্ষামূলক কাজ চলছে। গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে কেমোথেরাপি ও অস্ত্রোপচার চিকিৎসার বিকল্প হয়ে উঠতে পারে ক্যান্সারের টিকা। 

বিশেষজ্ঞরা বলছেন ২০২৫ সালের শুরুর দিকেই জনগণের জন্য এই টিকা উন্মুক্ত হতে পারে। 

ওআ/ আই.কে.জে/ 

টিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন