শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

আমেরিকা-ভারতের বাণিজ্যিক উত্তেজনার ঢেউ ‘টুথপেস্টে'

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত-আমেরিকার বাণিজ্যিক উত্তেজনা এবার পৌঁছে গেছে টুথপেস্টের বিজ্ঞাপনে। আমেরিকার ব্র্যান্ড কোলগেট-পামোলিভের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় কোম্পানি ডাবর তাদের পণ্যকে ‘স্বদেশি’ পরিচয়ে তুলে ধরে ভোক্তাদের বিদেশি ব্র্যান্ড বর্জনের আহ্বান জানাচ্ছে। খবর রয়টার্সের।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও দেশবাসীকে ‘স্বদেশি’ পণ্য ব্যবহার করতে উৎসাহিত করেছেন। তিনি শিশুদের বিদেশি ব্র্যান্ডের তালিকা তৈরি করতে এবং শিক্ষকদের সেসব বর্জনের পরামর্শ দিতে বলেছেন।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পর থেকেই মোদির সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাকডোনাল্ডস, পেপসি, অ্যাপলের মতো আমেরিকান ব্র্যান্ড বর্জনের ডাক দিচ্ছেন।

আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) রয়টার্স জানিয়েছে, শুল্ক নিয়ে এই দ্বন্দ্বের সুযোগে ১১ বিলিয়ন ডলার বাজারমূল্যের ডাবর কোম্পানি দেশজ ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রচারে নেমেছে। ‘টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকায় ডাবরের দেওয়া বিজ্ঞাপনে কোলগেটের মতো দেখতে একটি প্যাকেটের ছবি ব্যবহার করে লেখা হয়েছে—‘ভারতের প্রিয় টুথপেস্ট আসলে আমেরিকান, আর ডাবর হলো স্বদেশি বিকল্প।’ বিজ্ঞাপনে আরেকটি স্লোগান ছিল—‘ওরা জন্মেছে ওখানে, আমরা এখানে।’

ইউরোমনিটরের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের টুথপেস্ট বাজারে কোলগেটের শেয়ার ৪৩ শতাংশ, ইউনিলিভারের পেপসোডেন্ট ২০ শতাংশের মতো, আর ডাবরের অংশ ১৭ শতাংশ। ১৪০ কোটি জনসংখ্যার বিশাল দেশটিতে আমেরিকার ব্র্যান্ডের প্রভাব এখন গ্রামীণ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আমাজন ইন্ডিয়ার মতো অনলাইন প্ল্যাটফর্মের কারণে।

তবে টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্রে ডাবর-এর বিজ্ঞাপনে এখন একটি কিউআর কোড দেওয়া হচ্ছে। এই কোড স্ক্যান করলে গ্রাহকেরা অ্যামাজন-ইন্ডিয়া ওয়েবসাইটের একটি শপিং লিংকে প্রবেশ করছেন। দেশীয় পণ্যের অনলাইন বিক্রির প্রায় এক-তৃতীয়াংশ এখানেই হয়ে থাকে।

যোগাযোগ বিশেষজ্ঞ কার্তিক শ্রীনিবাসন এই ধরনের প্রচার কৌশলকে বলছেন ‘মোমেন্ট মার্কেটিং’। এর মাধ্যমে কোম্পানিগুলো মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভোক্তার আবেগকে পণ্যের সঙ্গে যুক্ত করতে চায়। এই কৌশল ব্যবহার করছে আরও অসংখ্য প্রতিষ্ঠান। উদাহরণস্বরূপ—ভারতের শীর্ষ দুগ্ধ কোম্পানি ‘আমূল’ সামাজিক মাধ্যমে ‘মেড ইন ইন্ডিয়া’ শিরোনামে একটি কার্টুন প্রকাশ করে প্রচারণা চালাচ্ছে। এমনকি পুরোনো ই-মেইল সেবাদাতা ‘রেডিফ’ বিজ্ঞাপন দিয়ে নিজেদের ‘ভারতের ই-মেইল’ বলে দাবি করছে।

এভাবে বাণিজ্য যুদ্ধের প্রভাব এখন ভোক্তার দাঁত মাজা পর্যন্ত পৌঁছে গেছে। একদিকে দেশপ্রেম, অন্যদিকে বহুজাতিক কোম্পানির বাজার দখলের প্রতিযোগিতা মুখোমুখি দাঁড়িয়েছে।

ভারত-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250