গেলো ৩ মাস বন্ধ ছিল গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। তবে নাম পরিবর্তন করে ‘সাফারি পার্ক গাজীপুর’ নামে খুলে দেয়া হলো আজ শুক্রবার।
পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) রফিকুল ইসলাম।
৫ই আগস্টের গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ থাকে পার্কটি। দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর বন্ধ হয়ে যাওয়া সাফারি পার্ক খুলেছে আজ শুক্রবার।
আইকেজে /