রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল শুরু ২২ মার্চ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আসন্ন আসরের নিলাম। এবার জানা গেল ভারতের সবচেয়ে জমকালো এই আসর শুরুর সময়। 

আগামী ২২শে মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের আসন্ন আসরের। এ তথ্য নিশ্চিত করেছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

নির্বাচনের কারণে আইপিএলের এবারের আসর ভারতের মাটিতে হবে কিনা তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেসব উড়িয়ে দিয়েছেন ধুমাল। 

আইপিএলের চেয়ারম্যান জানিয়েছেন, ঘরের মাটিতেই বসবে ভারতের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

তিনি বলেন, আমরা ২২শে মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি সংস্থাগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।  

এবারের লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে মাসে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই আইপিএলের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুস্তাফিজ

এর আগে ২০০৯ সালে আইপিএল সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতে নির্বাচন থাকার পরও দেশেই আইপিএল হয়েছিল। ফলে এবারও আইপিএল ভারতের মাটিতেই আয়োজন করতে বদ্ধপরিকর আয়োজকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসকে/ 

ভারত আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন