ছবি: সংগৃহীত
শুভমান গিলের সেঞ্চুরিতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের রানের রেকর্ড! ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রানের পাহাড় গড়েছে ভারত।
মোতেরার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে ভারত বুধবার (১২ই ফেব্রুয়ারি) দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে।
এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদের এই স্টেডিয়ামে ২ উইকেটে ৩৬৫ রানের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা।
সেই ম্যাচে মাত্র ৫৯ বলে ১১টি চার আর ৩ ছক্কায় ১০২ রান করেন এবিডি ভিলিয়ার্স। ৯৪ বলে ৫টি চার আর ৩ ছক্কায় ১০৪ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জ্যাক ক্যালিস।
বুধবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে নেমে ৩৫৬ রানের নজির গড়েছে ভারত। দলের হয়ে ১০২ বলে ১৪টি চার আর তিন ছক্কায় ১১২ রান করেন শুভমান গিল।
৬৪ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৮ রান করেন স্রেয়াশ আইয়ার। ৫৫ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫২ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৯ বলে ৪০ রান করেন লোকেশ রাহুল।
এর আগে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। আজ ইংরেজদের হোয়াইটওয়াশ করার প্রত্যয়ে খেলছে ভারত।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন