রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

সৃষ্টি বিশ্বময় এর অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলা ভাষা-ভাষী শিশু-কিশোরদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা এবং তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকশের লক্ষ্যে 'লন্ডন বাংলা বইমেলা পর্ষদ' ও 'সৃষ্টি বিশ্বময়' যৌথভাবে অনলাইন ভিত্তিক এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাভাষী শিশু-কিশোররা এতে সোৎসাহে অংশ নিয়ে আসছে। এবারের চতুর্থ আয়োজনে ভারতের ত্রিপুরা, বরাক উপত্যকাসহ কোলকাতা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক থেকেও বহু প্রতিযোগী অংশ গ্রহণ করবে। শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে সৃষ্টি বিশ্বময়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

প্রতিযোগিতার প্রতিটি গ্রুপের অংশগ্রহণকারীরা শুধু নির্ধারিত দেশাত্মবোধক সংগীত, দেশাত্মবোধক আবৃত্তি, দেশাত্মবোধক নৃত্য ও বিষয়ভিত্তিক রচনা লেখা প্রতিযেগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই প্রতিযোগিতায় কোনও রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। প্রতিযোগিরা তাদের প্রতিযেগিতার বিষয় ভিডিও করে "সৃষ্টি SRISTI" এর ফেসবুক পেইজে পোস্ট করলেই হবে। যোগাযোগের বিষয়ে এবং প্রতিযোগিতার বিস্তরিত বিষয় "সৃষ্টি SRISTI" এর ফেসবুক পেইজে সহসা জানানো হবে। তাছাড়া প্রতিযেগিতা সংক্রান্ত যে কোনও বিষয়ে মুখ্য সমন্বয়কের হোয়াটসঅ্যাপ  নাম্বারে (+৮৮০১৯২৮৬৩৪৬৬৮) এবং প্রত্যেক অঞ্চলের নির্দিষ্ট সমন্বয়কের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। সহসা এই সমন্বয়কবৃন্দের হোয়াটসঅ্যাপ নাম্বারও জানানো হবে। একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন ( তবে তিন বিষয়ের বেশি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না)।

বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে, এই প্রতিযোগিতার বিষয়টি সর্বস্তরে ব্যাপক প্রচারের উদ্যোগে সার্বিক সমর্থন ও সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।

সংস্কৃতিবান, প্রগতিবাদী ও মানবতাবাদী বিশ্বমানব সৃষ্টির প্রয়াসে 'সৃষ্টি বিশ্বময়" একটি প্ল্যাটফরম হিসাবে বিশ্বময় কাজ করে আসছে। সৃষ্টি বিশ্বময় বিশ্বের অপরাপর সকল সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তৈরি করে একটি বিশ্ব মানব-সংস্কৃতির বৃহত্তর মঞ্চ হিসেবে কাজ করতে একান্ত আগ্রহ প্রকাশ করেছে।

এ ধরনের প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যেসহ বরাক উপত্যকার উৎসাহী ছাত্র যুবরা অংশগ্রহণ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সৃষ্টি বিশ্বময়ের কর্ণধার অলক দাশগুপ্ত ও পুলক রাহা এবং ত্রিপুরা  প্রতিনিধি গৌরদাশ দেব।

আই.কে.জে/

সংবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250