শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

এবার বিশ্ব ইজতেমায় চলবে ৭ জোড়া বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী সই করা এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়। 


জয়দেবপুর কমিউটারের রেক স্বাভাবিকভাবে শুক্রবার (৩১শে জানুয়ারি) রাতে ঈশ্বরদী পাঠানো হবে। শনিবার (১লা ফেব্রুয়ারি) সাপ্তাহিক সার্ভিসিং শেষে রাতে যথারীতি ঢাকা ফিরবে। রোববার (২রা ফেব্রুয়ারি) জয়দেবপুর কমিউটারের ৪ টি ট্রিপ যথারীতি চলাচল করবে।

জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি টঙ্গী পৌঁছার পর টঙ্গী- টাঙ্গাইল স্পেশাল হিসাবে নিজ পাথে জয়দেবপুর পৌঁছাবে এবং জয়দেবপুর হতে ওপেন পাথে টাঙ্গাইল পর্যন্ত চলাচল করবে। ঐদিনই সন্ধ্যায় ওপেন পাথে ঢাকা পৌঁছাবে।

আখেরি মোনাজাতের দিন বিশেষ ট্রেন পরিচালনার জন্য ২রা ফেব্রুয়ারি ও ৫ই ফেব্রুয়ারি ১১, ১২, ৪৫, ৪৬, ৯ এবং ১০ নং ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ দুই দিন তুরাগ কমিউটার ১ ও ২ চলাচল বন্ধ থাকবে। ৭৫/৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস ও ২৬১, ২৬২, ২৬৩ ও ২৬৪ নং লোকাল ট্রেন ৪ ও ৫ই ফেব্রুয়ারি বন্ধ থাকবে। 

বিশেষ ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত বগি সংযোজন করা হবে। ইজতেমা উপলক্ষে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে এবং পর্যাপ্ত সংখ্যক টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লীদের চিকিৎসার জন্য চিকিৎসক এবং পরিষ্কার-পরিছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজয় রাখার জন্য একজন কর্মকর্তাসহ প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিকভাবে কাজ করবেন।

ওআ/কেবি

বিশেষ ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250