বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়নি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতকে লক্ষ্য করে সামরিক অভিযানের পর পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক হওয়ার কথা ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, তা নাকচ করে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর রয়টার্সের।

আজ শনিবার (১০ই মে) খাজা আসিফ এআরওয়াই টেলিভিশনকে বলেছেন, ‘ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি, কোনো বৈঠক হওয়ার সময়সূচিও ছিল না।’

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি হচ্ছে একটি শীর্ষ সামরিক ও বেসামরিক পর্ষদ। আর এ কিমিটি পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা করে এবং পারমাণবিক অস্ত্র–সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

এ ছাড়া স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘যদি ভারত এখানেই ক্ষান্ত দেয়, তবে আমরাও এখানে ক্ষান্ত দেওয়ার কথা বিবেচনা করব।’

তবে এ বক্তব্যের আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। রুবিও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন এবং ভুল–বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপন করার ওপর জোর দিতে বলেছেন।

গত মঙ্গলবার (৬ই মে) দিবাগত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ। দেশ দুটি একটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকায় আমেরিকাসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে উত্তেজনা কমানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

আরএইচ/

ভারত-পাকিস্তান খাজা আসিফ এনসিএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250