রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ত্বকের জেল্লা বাড়াবে মুসুর ডাল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ত্বকের জেল্লা ধরে রাখতে রাসায়নিক উপাদানযুক্ত নামী-দামি প্রসাধনী ব্যবহার  করে রান্নাঘরের উপকরণের উপর ভরসা হারিয়ে ফেলেছেন। তবে ত্বকের নানান সমস্যার সমাধানে মুসুর ডালের গুণ অনেক। অকালেই মুখে বয়সের ছাপ পড়তে শুরু করলে সপ্তাহে দু’-তিন দিন ডাল বাটা মেখে দেখতে পারেন। ত্বক টানটান রাখতে এই ফেসপ্যাকের জবাব নেই। ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বকের কালো দাগ দূর করতেও এর জুড়ি মেলা ভার।

আরো পড়ুন : কাজুবাদাম না কাঠবাদাম, কোনটির পুষ্টিগুণ বেশি?

লোম তুলতে

ঠোঁটের উপরে বা গালে অতিরিক্ত লোমের জ্বালায় নাজেহাল? ওয়্যাক্সিংয়ের যন্ত্রণা সহ্য করতে না চাইলে মুসুর ডালের উপর ভরসা রাখতে পারেন। এক চা চামচ মুসুর ডাল বাটার সঙ্গে এক চা চামচ বেসন, এক চা চামচ চালের গুঁড়ো আর কয়েক ফোঁটা আমন্ড অয়েল ভাল করে মিশিয়ে মুখে মাখুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে তুলে ফেলুন। নিয়ম করে কিছু দিন করলেই লোমের বৃদ্ধি হ্রাস পাবে।

ত্বকের কালচে ছোপ কমাতে

নিয়মিত রোদে বেরিয়ে মুখে কিংবা হাতে-পায়ে কালো দাগ পড়েছে? তিন টেবিল চামচ মুসুর ডাল বাটা, তিন টেবিল চামচ টক দই আর একই পরিমাণ বেসন ভালো করে মিশিয়ে নিন। ওই মিশ্রণে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে আবার ভাল করে ফেটিয়ে নিন। এবার ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন, যতক্ষণ না শুকোয়। তার পর জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন।

ত্বকের মৃত কোষ দূর করতে

মিহি করে বাটা মুসুর ডালের সঙ্গে দুই চা চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তার পর দু’ মিনিট ঘষে ঘষে মালিশ করুন। এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা দূর হবে। ত্বক কোমল ও নরম থাকবে।

এস/ আই. কে. জে/ 

টিপস মুসুর ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন