এবি ব্যাংক-এর হেমায়েতপুর উপশাখার উদ্বোধন
এবি ব্যাংকের ৫৪তম উপশাখা হিসেবে হেমায়েতপুর উপশাখা সোমবার (৮ই জুলাই) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুর রোড সংলগ্ন যাদুরচরে হাজী আশরাফ শপিং কমপ্লেক্স এন্ড টাওয়ারে কার্যক্রম শুরু করেছে।
আরো পড়ৃন : ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতা শুরু
এবি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এস/আই.কে.জে/