ফাইল ছবি (সংগৃহীত)
খুচরা পর্যায়ে ডিম, সোনালি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু জয়পুরহাটের বাজারগুলোতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডিম। তবে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালি মুরগি বেঁধে দেওয়া দামের চেয়ে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে।
বুধবার (২রা অক্টোবর) জয়পুরহাটের নতুনহাট, পূর্ব বাজার, সাহেব বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১২ টাকা, এক হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অথচ সরকার খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম ১১ টাকা ৮৭ পয়সা বেঁধে দেয়।
এদিকে সোনালি মুরগি প্রতি কেজি ২৬৯ টাকা ৬৪ পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করে দেওয়া হয়।
বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। সরকারের বেঁধে দেওয়া দামের তুলনায় ১০ টাকা কমেই পাচ্ছেন ক্রেতারা। আর সোনালি মুরগি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে ২০ টাকা কমে পাওয়া যাচ্ছে।
জয়পুরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, আমরা বাজারগুলো মনিটরিং করছি। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কেউ যদি বেশি দাম নেয়, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ওআ/ আই.কে.জে/