শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা

জানেন কি, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কী খাওয়া উচিত?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমাদের অনেকেরই জানা নেই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায়। তবে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে সহজ উপায় উচ্চ ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়া। এছাড়া স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবারসহ পলিফেনল নামের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টও উপকারী। চলুন জেনে নিই, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে আরও যা যা খাবেন সে সম্পর্কে-

প্রিবায়োটিক ও প্রোবায়োটিক

প্রিবায়োটিক অন্ত্রে উপকারী অণুজীবের বৃদ্ধি উৎসাহিত করে। আর প্রোবায়োটিক হলো উপকারী জীবন্ত অণুজীব, যা অন্ত্রের মাইক্রোবায়োম বজায় রাখতে সাহায্য করে থাকে। ডায়েটে প্রিবায়োটিক যোগ করতে কলা, ওটস, বেরি, রসুন যোগ করতে হবে। প্রোবায়োটিক হলো দই, আচার, পান্তা কিংবা গাঁজনকৃত খাবার। এ ছাড়া কিমচি, কেফির, কম্বুচায় প্রোবায়োটিক থাকে।

ভিটামিন ডি

ভিটামিন ডি অন্ত্র-সম্পর্কিত প্রদাহ নিয়ন্ত্রণের মাধ্যমে একটি সুস্থ ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধক্ষমতা) তৈরি করে। তবে ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খুব কমই পাওয়া যায়। ভিটামিন ডি পাওয়া যায় রোদ বা সূর্যালোক থেকে। এ ছাড়া খাবারের মধ্যে রয়েছে ডিমের কুসুম, কমলা, লেবু, সামুদ্রিক মাছ, মাশরুম।

ভিটামিন সি

ভিটামিন সি অন্ত্রে হজমের সমস্যা দূরীকরণে সাহায্য করে। এ ছাড়া আয়রনের শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি’র জন্য নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন পেয়ারা, টমেটো, পেঁপে, মরিচ, জাম্বুরা ও বিভিন্ন ধরনের টকজাতীয় ফল।

ভিটামিন এ

অন্ত্রের সুপারফুড হিসেবে পরিচিত ভিটামিন এ। এটির অভাবে অন্ত্রের মাইক্রোবায়োমে পরিবর্তন হয়, ব্যাকটেরয়েড ভালগাটাসের সংখ্যা বৃদ্ধি পায়। ভিটামিন এ-যুক্ত খাবারের মধ্যে রয়েছে গাঢ় রঙের কমলা, হলুদ শাকসবজি, ডিম, কলিজা ইত্যাদি। 

আরো পড়ুন : শিশুকে ইন্টারনেট থেকে মুক্ত রাখার এখনই সময়

জিংক

জিংকের ঘাটতি মাইক্রোবায়োমে পরিবর্তন ঘটাতে পারে, যা ইমিউন ফাংশন দুর্বল করে। জিংকযুক্ত খাবারের মধ্যে রয়েছে লাল মাংস, মুরগি, গোটা শস্য, বাদাম, বীজ, সামুদ্রিক খাবার, দুগ্ধজাত খাবার ইত্যাদি।

পলিফেনল

পলিফেনল একধরনের ফাইটো কেমিক্যাল, যাতে অ্যান্টি-অক্সিডেন্ট বেশি। যেসব খাবারে পলিফেনল বেশি থাকে সেগুলো হলো, কোকো, বেগুনি আঙুর, কালো ও সবুজ চা, জলপাই, পেঁয়াজ, সাইট্রাস ফল ইত্যাদি।

পানি

হাইড্রেশন হজমের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিহাইড্রেশন কোষ্ঠকাঠিন্য বা বদহজমকে  আরও জটিল করে তুলতে পারে। পর্যাপ্ত তরল গ্রহণ বৃদ্ধি করলে হজমের গতি বাড়বে। এ ছাড়া ইরিটেবল বাওল সিন্ড্রোমের মতো লবণগুলো লাঘব করার জন্যও পর্যাপ্ত পানি খাওয়া জরুরি। হজম, পুষ্টি শোষণ, পরিবহন, বর্জ্য অপসারণ ও থার্মোরেগুলেশনের কাজ করে পানি।

ফাইবার

ফাইবার প্রিবায়োটিক সরবরাহ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। কিছু দ্রবণীয় ফাইবার রয়েছে, যেমন ওটসমিল, কলা, মিষ্টি আলুর মতো খাবারে। ফাইবার অন্ত্রের গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে খাবারের চলাচলে অবদান রাখে।

অ্যান্টি-ইনফ্ল্যামেটরিযুক্ত খাবার

যেসব খাবারে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ বেশি থাকে, তা পরিপাকতন্ত্রে প্রদাহ কমাতে সাহায্য করে। প্রদাহবিরোধী খাবারগুলো হলো চর্বিযুক্ত মাছ, হলুদ, পালংশাক ও বেরিজাতীয় খাবার।

এস/কেবি

টিপস অন্ত্রের স্বাস্থ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন