রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে ঈদযাত্রার ৩০শে মার্চের টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

রেলওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ই মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ বৃহস্পতিবার (২০শে মার্চ) পাওয়া যাচ্ছে ২৯শে মার্চের অগ্রিম টিকিট। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।  সেই অনুযায়ী এ দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (২০শে মার্চ) সকাল ৮টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে।  

এর আগে ৯ই মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

এ ছাড়া চাঁদ দেখার ভিত্তিতে ৩১শে মার্চ এবং ১লা ও ২রা এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে ক্রয় করতে হবে।  ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

ওআ/এইচ.এস




ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন