মঙ্গলবার, ২৮শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিন জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের তিন জেলায় আজ শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আগামীকাল মঙ্গলবার (২৮শে জানুয়ারি) থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এসময় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সোমবার (২৭শে জানুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সোমবার সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরো পড়ুন : শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তিনি বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। 

এস/ আই.কে.জে/ 


শৈত্যপ্রবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন