শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে খোলা থাকবে বিএসএমএমইউ’র জরুরি বিভাগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল-আজহার ছুটির সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে। বুধবার (১৯শে জুন) থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে।

বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ই জুন) থেকে মঙ্গলবার (১৮ই জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজহ কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন, পিসিআর ল্যাব এবং কোভিড-১৯ ভ্যাক্সিনেশন বন্ধ থাকবে।

আরো পড়ুন: শিশুদের টিকাদানে যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশার টিকা

তবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া বুধবার (২৬শে জুন) অফিস খোলার পর সকাল ৯টা থেকে ৯টা ৩০ পর্যন্ত সব শিক্ষক, ৯টা ৩০ থেকে ১০টা পর্যন্ত চিকিৎসক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ে অধয়নরত সব রেসিডেন্ট ও নার্সিং কর্মকর্তা এবং ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সব কর্মচারীকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

এইচআ/ 

বিএসএমএমইউ জরুরি বিভাগ

খবরটি শেয়ার করুন