শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

ইউসিবির টাউন হল সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

‘ইউনাইটেড ইন ইনটিগ্রিটি, গ্রোয়িং সাসটেইনেবিলি’ এই স্লোগান নিয়ে সোমবার (৯ই সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) এক টাউন হল সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যম জুমে অনুষ্ঠিত এই টাউন হল সভায় ইউসিবির শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান ও বিভিন্ন সাবসিডিয়ারি প্রধানগণসহ সকল পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ইউসিবির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করে যাচ্ছে। এজন্য আমি ইউসিবির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের আত্মবিশ্বাস ও সততার সঙ্গে সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করছি। আমি বিশ্বাস করি যে, আমরা সবাই মিলে যদি সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করি তাহলে ইউসিবিকে শুধু আর্থিকভাবে শক্তিশালী নয়, বরং ব্যাংকিং-শিল্পে উৎকর্ষতার একটি মডেলে পরিণত করতে পারবো।

গ্রাহকদের প্রতি সততা, নিষ্ঠা ও প্রতিশ্রুতির মূলনীতির প্রতি দায়বদ্ধ থেকে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আগামী দিনে ইউসিবি স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়নের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হবে। আমাদের লক্ষ্য ইউসিবিকে ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে পুনস্থাপন করা, যা আমাদের শক্তিশালী ব্যবস্থাপনা, নৈতিক অনুশীলন এবং স্টেকহোল্ডারদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।

প্রশ্নোত্তর পর্বে তিনি ইউসিবিকে একটি কর্মীবান্ধব ও ব্যবসাবান্ধব ব্যাংকে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

ওআ/কেবি


ইউসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250