ছবি: সংগৃহীত
ইরান–ইসরায়েল সংঘাত ঘিরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বাকযুদ্ধ। খবর আল জাজিরা, বিবিসি ও এএফপির।
গতকাল মঙ্গলবার (১৭ই জুন) ট্রাম্প একাধিক পোস্টে দাবি করেন, ‘ইরানের আকাশ এখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে।’ এরপর ট্রুথ সোশ্যাল-এ দেওয়া আরেক পোস্টে খামেনিকে সরাসরি হুঁশিয়ার করে বলেন, ‘আমরা জানি, তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য। তবে আমরা এখনই তাকে হত্যা করবো না... যদিও আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে।’
একপর্যায়ে ট্রাম্প লেখেন: ‘নির্বিচার আত্মসমর্পণ চাই’। এর জবাবে খামেনি আজ বুধবার (১৮ই জুন) একাধিক পোস্ট দেন এক্স (সাবেক টুইটার)–এ। তিনি বলেন, ‘আমেরিকা যদি এ যুদ্ধে প্রবেশ করে, সেটা শতভাগ তাদের নিজেরই ক্ষতি হবে।’
তিনি আরও লেখেন, ‘ইরানকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয়। ইরান কখনোই কারও হামলার জবাবে মাথা নত করবে না।’
আরেকটি পোস্টে খামেনি বলেন, ‘ট্রাম্প তার হাস্যকর কথাবার্তায় দাবি করছেন যে, ইরানি জাতি তার কাছে আত্মসমর্পণ করবে... এমন হুমকিতে ইরানি জাতি ভয় পায় না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বাকযুদ্ধ যুদ্ধক্ষেত্রের বাইরেও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। দু’পক্ষের বক্তব্য থেকে স্পষ্ট, কূটনৈতিক উত্তেজনা শিগগিরই কমার কোনো লক্ষণ নেই।
খবরটি শেয়ার করুন