রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি! *** মেছো বিড়াল হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ২

মেছো বিড়াল হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ২

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগে মামলা দায়ের করেছে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২১শে ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম (৩৫) ও মোশাররফ হোসেন (৬০)।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গত ১৯শে ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর এলাকায় একটি মেছো বিড়াল পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর জাহিদুল ইসলাম মৃত বিড়ালটিকে স্থানীয় বাজারে নিয়ে যান। নলডাঙ্গা বাজারে নেওয়ার পর কিছু মানুষ বিড়ালটিকে একটি দোকানের খুঁটিতে বেঁধে গলায় ফুলের মালা দিয়ে সাজায়। সবশেষ বিড়ালটির মুখে সিগারেট আর সামনে চায়ের কাপ রেখে ছবি তোলা হয়। মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের ঝিনাইদহ ও যশোর ইউনিটের কর্মকর্তারা। তদন্ত শেষে দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে বন বিভাগ। এতে ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

আরও পড়ুন: ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

তবে স্থানীয়রা দাবি করেছেন পিটিয়ে নয়, গাড়ির ধাক্কায় বিড়ালটি মারা যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার জন্য বিড়ালটি নিয়ে ছবি তোলা হয়। 

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (কালীগঞ্জ) আইন বিষয়ক সম্পাদক আদনান মীম বলেন, ঘটনাটি তদন্ত হচ্ছে। কীভাবে মেছো বিড়ালটি মারা গেল এখনই বলা যাচ্ছে না। তবে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা ঠিক হয়নি। 

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার লিখিত অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।

এসি/ আই.কে.জে/

মেছো বিড়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন