সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে

স্পেনের শহরে ক্রীড়া সেন্টারে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা, মুসলিমদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব স্পেনের একটি শহর হুমিয়ায় ক্রীড়া সেন্টারে প্রকাশ্যে ধর্মীয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, প্রধানত সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি নিয়েছে দেশটির রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)। স্পেনের বামপন্থী কেন্দ্রীয় সরকার এই নিয়মের তীব্র সমালোচনা করেছে। নিন্দা জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তাও। খবর আল জাজিরার।

স্পেনের অভিবাসনমন্ত্রী এরমা সাইজ বলেন, গত সপ্তাহে জুমিল্লার রক্ষণশীল স্থানীয় সরকার নতুন যে নিয়ম অনুমোদন করেছে, সেটা লজ্জাজনক। তিনি স্থানীয় নেতাদের ‘পিছিয়ে আসা’ এবং সেখানকার বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সাম্প্রতিক বছরগুলোয় শহরটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় ছুটি উদ্‌যাপনের জন্য ক্রীড়া সেন্টারগুলো ব্যবহার করতেন। এ ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।

নিষেধাজ্ঞার প্রস্তাবটি মূলত এসেছে কট্টর–ডানপন্থী ভক্স পার্টির কাছ থেকে। নিষেধাজ্ঞা কার্যকর করার আগে সেটার সংশোধনীগুলো পাস করানো হয়েছে। দেশটির মার্সিয়া অঞ্চলে ভক্স পার্টির একটি শাখা নিষেধাজ্ঞার বিষয়ে এক এক্স পোস্টে বলেছে, ‘স্পেন খ্রিষ্টান শিকড়ের দেশ এবং সব সময় তাই থাকবে!’

শহরের মেয়র সেভ গঞ্জালেস স্পেনের এল পাইস সংবাদপত্রকে বলেন, ‘কোনো একটি সম্প্রদায়কে লক্ষ্য করে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বরং যা আমাদের নিজস্ব সংস্কৃতির চিহ্ন বহন করে, তা রক্ষায় প্রচার চালাতে চায় স্থানীয় সরকার।’

স্পেনের ইসলামিক কমিউনিটি ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ এল গাইদৌনি বলেন, নতুন এ নিষেধাজ্ঞা প্রাতিষ্ঠানিক ইসলামোফোবিয়ার মতোই। সেই সঙ্গে স্থানীয় মুসলিমদের ধর্মীয় জমায়েতগুলো ‘শহরের নিজস্ব পরিচয়ের সঙ্গে যায় না’ বলে স্থানীয় কর্তৃপক্ষ যে মত দিয়েছে; সেটার নিন্দা জানান তিনি।

মোহাম্মদ এল গাইদৌনি আরও বলেন, ‘এ নিষেধাজ্ঞা স্পেনের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের সঙ্গে সংঘর্ষিক।’

ইসলামোফোবিয়া মোকাবিলায় জাতিসংঘের বিশেষ দূত মিগুয়েল মোরাটিনোস বলেন, তিনি জুমিল্লা সিটি কাউন্সিলের সিদ্ধান্তে মর্মাহত। সেই সঙ্গে তিনি স্পেনের কিছু এলাকায় জেনোফোবিক বক্তব্য এবং ইসলামোফোবিক মনোভাব বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

জে.এস/

স্পেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250