শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করেছেন উত্তম কুমার!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

উত্তম কুমার এমন একটি নাম যার নরম হাসির মায়াজাল ও অভিনয় দক্ষতায় আজও মুগ্ধ দুই বাংলা। সেই সময়ে ছবি  প্রতি ২ থেকে ৪ লাখ টাকা পারিশ্রমিক নিতেন মহানায়ক উত্তমকুমার। এই সময় দাঁড়িয়ে সেই টাকার মূল্য ৯৫ লাখ টাকা। তাকে সিনেমায় কাস্ট করার জন্য যে কোন মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকেরা। কিন্তু তবুও কেন টালিগঞ্জের রাস্তায় ভিক্ষা করেছিলেন উত্তমকুমার? 

কোন অভাবে মহানায়ক উত্তমকুমারকে টালিগঞ্জের রাস্তায় ভিক্ষা করতে হয়েছিল?

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’। এই ছবিতে টেকনোলজির সাহায্যে উত্তমকুমারকে ফিরিয়ে এনেছেন সৃজিত। উন্নত প্রযুক্তির মাধ্যমে উত্তমকুমারের পুরনো ছবি থেকে ক্লিপিংস কেটে-কেটে তিনি ব্যবহার করেছেন ছবিতে। এটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নয়। তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন সৃজিত।

ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন-

মানুষের পাশে দাঁড়াতে পথে নেমে হাত পেতেছিলেন তিনি। এরকম উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘উত্তমকুমারকে সকলে এক দারুণ অভিনেতা এবং মহানায়ক-সুপারস্টার হিসেবেই চেনেন। কিন্তু তিনি যে কত বড় মনের মানুষ ছিলেন, তা কেউ জানেনই না। তিনি নিজেও চিনতে দেননি হয়তো। আমার কাছে উত্তমদা মহানায়কের পাশাপাশি একজন মানবিক মানুষ।’

আরো পড়ুন: তারকারা হোলির রঙে রঙিন

মাধবী জানান, উত্তমকুমার এমন এক ব্যক্তি যিনি সেই সময় বন্যাত্রাণে সাহায্য করতে গিয়ে টালিগঞ্জের রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছেন। তিনি বলেন, ‘একবার ভীষণ বন্যা হয়। সেই সময় চারদিকে হাহাকার। ত্রাণের কাজ চলছে। বিষয়টায় বিচলিত হয়ে পড়েন মহানায়ক। এত হাহাকার দেখে কিছুতেই চুপ করে ঘরের ভেতর বসে থাকতে পারেননি। তার কাছে যে অর্থ সঞ্চিত ছিল, তা দিয়ে তো সম্পূর্ণ ত্রাণের কাজ সম্পন্ন হতো না। তাই সহকারীদের নিয়ে টালিগঞ্জের রাস্তায়-রাস্তায় বেরিয়ে পড়েন। এটা কি কেউ ভাবতে পেরেছিলেন। কেউ জানেনই না। আমি জানি। এর কারণ আমি তখন চোখের সামনে সব দেখছি।’

এছাড়াও বিভিন্ন সময় উত্তম কুমার দুস্থদের পাশে দাঁড়াতেন। কন্যাদায়গ্রস্থ পিতাকেও সাহায্য করেছেন বলে জানান মাধবী মুখোপাধ্যায়। 

এসি/

উত্তম কুমার কলকাতা

খবরটি শেয়ার করুন