ছবি: সংগৃহীত
বলিউড-টালিউড এর তারকারা মেতেছে হোলি উৎসব বা দোল উৎসবের রঙ খেলায়। তাদের রঙিন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি অনেকে।
সোমবার (২৫শে মার্চ) দোলউৎসবের শুভেচ্ছা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন।
রঙ মাখা অবস্থায় নবদম্পতির একটি ভিডিও ইন্সট্রাগ্রাম পোস্ট করে কৃতি লিখেছেন, হামারি পেহলি হোলি... হ্যাপি হোলি। ভিডিওতে দেখা যাচ্ছে কৃতিকে চুমু খাচ্ছেন পুলকিত।
অভিনেত্রী মধুমিতা সরকার একটু অন্যভাবে দোলউৎসব পালন করলেন।
ইন্সট্রাগ্রামে সাদা পোশাকে রঙ মাখা শরীরে ঘাসের উপর শোয়া একটি ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন - সকলকে শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাপী হোলি টু এভরি ওয়ান।
আরো পড়ুন: রুনা লায়লার সঙ্গে ‘বাংলাদেশ’ শিরোনামে গাইবে ১০০ শিশু
এদিকে একসঙ্গে হোলি খেললেন টালিউডের তিন তারকা। সেই প্রমান পাওয়া গেলো অভিনেতা অঙ্কুশ হাজরা ইন্সট্রাগ্রাম পোস্ট দেখে। অঙ্কুশ অভিনেত্রী ঐন্দ্রিলা ও মিমি চক্রবর্তী সহ রঙ মাখা একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। অঙ্কুশ লিখেছেন, আওয়ার টুডেজ হোলি মোমেন্ট.. হ্যাপি হোলি টু অল..
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ফেসবুকে তারে উৎসবের রঙে মাতোয়ারার একটি রিল ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
এসি/