বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান

অভিনেত্রী থেকে ব্যবসায়ী তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনার কেন্দ্রে, তবে এবার তার নাচ বা পর্দার উপস্থিতির জন্য নয়। আনুষ্ঠানিকভাবে নিজের জুয়েলারি প্রতিষ্ঠান ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর উদ্বোধন করেছেন তিনি। একটি ভিডিওর মাধ্যমে এই ব্র্যান্ডটির ঘোষণা দেওয়া হয়। তামান্নার পর্দার বাইরের ব্যক্তিগত স্টাইলই এই ব্যবসার মূল অনুপ্রেরণা বলে জানান তিনি। 

নতুন এই উদ্যোগ সম্পর্কে অভিনেত্রী জানান, বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন জীবনের জন্য পরিধানযোগ্য গয়নাকেই গুরুত্ব দিয়েছে এই ব্র্যান্ড, যা আরাম ও স্টাইল- দুটোরই ভারসাম্য বজায় রাখে। ফ্যাশন ম্যাগাজিন গ্রাজিয়া-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তামান্না ভাষ্য, গয়নার ব্যবসার সঙ্গে তার পারিবারিক সংযোগ বহুদিনের। 

তিনি বলেন, ‘আমার বাবা ১৫ বছরেরও বেশি সময় ধরে গয়নার ব্যবসায় যুক্ত। একজন অভিনেতা হিসেবে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হয়—পোশাক, উপস্থিতি সবকিছুতেই। কিন্তু একটা সময়ে বুঝতে পারি, ফ্যাশনের নামে আমি আর অস্বস্তিকর কিছু পরতে চাই না। এমনও হয়েছে, এমন পোশাক পরেছি যেখানে শ্বাস নেওয়াই কষ্টকর ছিল এবং আমাকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়েছে। তখনই সিদ্ধান্ত নিই—অস্বস্তিকে কখনোই সাজসজ্জার অংশ বানাব না।’ 

নিজের পছন্দসই গয়না সম্পর্কে তামান্না আরও বলেন, ‘গত আড়াই বছরে আমি উজ্জ্বল সোনা, প্রাকৃতিক হীরা ও রত্নপাথরের দিকে বেশি ঝুঁকেছি—যেগুলো বাস্তব জীবনে আমাকে স্বচ্ছন্দ বোধ করায়। আমি স্বীকার করি, আমি একটু অলস প্রকৃতির মানুষ। তাই এমন গয়না চাই যা সহজে পরা যায়, দৈনন্দিন জীবনের সঙ্গে মানিয়ে যায়। কিন্তু বাজারে কেনাকাটা করতে গিয়ে আমার লাইফস্টাইলের সঙ্গে মানানসই গয়না খুব একটা পেতাম না।’ 

এই ‘অভাব’ থেকেই ‘তামান্না ফাইন জুয়েলারি’-র ধারণার জন্ম বলে জানান অভিনেত্রী। 

তামান্না ভাটিয়া কত টাকার মালিক? 

১৯৮৯ সালে মুম্বাইতে জন্ম নেওয়া তামান্না ভাটিয়া মাত্র ২০ বছরের ক্যারিয়ারে কাজ করেছেন ৮০টিরও বেশি সিনেমায়। ২০০৫ সালে অভিজিৎ সাওয়ান্তের মিউজিক ভিডিও ‘লাফজো মে’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে হিন্দি সিনেমা ‘চাঁদ সা রোশন চেহরা’-তে প্রধান নারী চরিত্রে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ২০০৬ সালে ‘শ্রী’ দিয়ে তেলেগু এবং ‘কেদি’ দিয়ে তামিল সিনেমায় যাত্রা শুরু করেন এ তারকা অভিনেত্রী। 

তিনি ভারতীয় অভিনেত্রীদের মধ্যে একজন, যিনি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ছবির মাধ্যমে ১০০০ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তামান্নার মোট সম্পদের পরিমাণ প্রায় ১২০ কোটি রুপি। প্রতি সিনেমার জন্য তিনি ৪ থেকে ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। 

এদিকে, সর্বশেষ তাকে দেখা গেছে ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ওয়েব সিরিজে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ডায়ানা পেন্টি, নাকুল মেহতা ও জাভেদ। 

জে.এস/

অভিনেত্রী তামান্না ভাটিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250