রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অডিশনে অভিনেত্রীকে অজ্ঞান করার চেষ্টা, অতঃপর...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ রেশমি দেশাই। ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে প্রবেশের পর কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানারকম চড়াই-উতরাই পার করেছেন তিনি। 

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রেশমি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলেন অভিনেত্রীর মা। 

ঘটনার বর্ণনা দিয়ে রেশমি দেশাই বলেন, ‘একবার আমাকে অডিশনের জন্য ডাকা হয়। তখন আমার বয়স ১৬ বছর। আমি সেখানে যাওয়ার পর এক ব্যক্তি আমাকে অচেতন করার চেষ্টা করে। যে ঘটনায় খুব অস্বস্তি বোধ করেছিলাম। এরপর কোনোরকম সেখান থেকে বের হয়ে আসি।’ 

পরের ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘কিছু সময় পর পুরো বিষয়টি আমি মাকে খুলে বলি। পরের দিন মাকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাই। আমার মা তাকে শিক্ষা দেওয়ার জন্য কষিয়ে থাপ্পড় মেরেছিলেন।’

রেশমি আরও বলেন, ‘কাস্টিং কাউচ একটি বাস্তব বিষয়। কিন্তু প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ভালো ও খারাপ মানুষ রয়েছেন। ক্যারিয়ারে অনেক দারুণ দারুণ মানুষও পেয়েছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।’

২০০২ সালে আসামি ভাষার একটি সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রেশমি। এরপর ভোজপুরি ভাষার তিনটি সিনেমায় দেখা যায় তাকে। ২০০৪ সালে ‘ইয়ে লামহে জুদাই হ্যা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ-রাভিনা ট্যান্ডন। ত্রিশের অধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

২০০৬ সালে ‘রাভন’-এর মাধ্যমে হিন্দি টিভি ধারাবাহিকে পা রাখেন রেশমি। মূলত, টিভি সিরিজে কাজ করে খ্যাতি কুড়ান তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘উত্তরণ’, ‘দিল সে দিল তাক’, ‘নাগিন’ প্রভৃতি।

ব্যক্তিজীবনে ২০১২ সালে ‘উত্তরণ’ সহ-অভিনেতা কোস্টার নন্দিশ সান্ধুকে বিয়ে করেন অভিনেত্রী। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে এখনও সিঙ্গেল রয়েছেন তিনি।

ওআ/কেবি 


অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন