ছবি: সংগৃহীত
বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।’
আজ মঙ্গলবার (১১ই নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এদিকে এই বক্তব্য দেওয়ার পর সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘আজ ১১ই নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।'
তিনি বলেন, 'আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে, আমরা তুলে নিব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
এর আগে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘১৫টা বছর ফ্যাসিস্ট সরকার আমাদের খুব একটা মিছিল-মিটিং করতে দেয়নি। আপনাদের কাছে আসতেও দেয়নি। উল্টো আরও মামলা-মকদ্দমা করে এমন একটা অবস্থার সৃষ্টি করেছে, যারা বিএনপির কাজ করে তারা ভয় পেয়ে ঠিকমতো কাজ করতে পারেনি। আমরা এখন সেই অবস্থাটা পার হয়ে গেছি।’
২০২৪ সালের ৫ই আগস্টের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে প্রতিহিংসার রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমি সেই কথা আবার বলতে চাই, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সম্পৃতি নিয়ে চলতে চাই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা শান্তির রাজনীতি করতে চাই। আমরা বাংলাদেশে শান্তি দেখতে চাই। দেশে আর অশান্তি চাই না। সেই কারণে আমরা নির্বাচন চেয়েছি। এই সরকারটা সকলের সরকার। এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ নির্বাচন করে তারা জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে সরকার একটা পরিবর্তন আনার চেষ্টা করছে।’
মতবিনিময় সভায় জামায়াতের পিআরের দাবি নিয়ে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বাংলাদেশে অশান্তি চাই না। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক দল, আমি নামটাই বলি জামায়াতে ইসলামী বাংলাদেশ; তারা আরও চার-পাঁচটা দল নিয়ে জবরদস্তি করতে চাচ্ছে জনগণের ওপরে। তারা জবরদস্তিমূলকভাবে সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে তাদের দাবিটা মানতেই হবে। কী দাবি? দাবিটা হচ্ছে ওদের পিআর লাগবে, পিআর। পিআর বোঝেন কেউ? মুইতো বুঝুনা বা। ইংরেজিতে বলে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন, কঠিন শব্দ। আর বাংলাতে বলতেছে আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা আরও কঠিন। তারা এমন একটা সিস্টেম গড়তে চায়, যে সিস্টেমে আমরা পরিচিত না।'
খবরটি শেয়ার করুন