ছবি: সংগৃহীত
মীর রাব্বি মিডিয়ায় কাজ করছেন ২০ বছরের বেশি। অভিনয়ের ক্যারিয়ারটা দীর্ঘ সময়ের হলেও কাজের তালিকা অতটা দীর্ঘ নয়। বেছে বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। জীবিকার তাগিদে চাকরি করতেন ফুলটাইম। তাই ছুটির দিনগুলোতে কিংবা অফিস থেকে ছুটি নিয়ে শুটিং করতে হতো। এখন সেই দায় ফুরিয়েছে।
ফুলটাইম চাকরি ছেড়ে একটি এনজিওতে সময় দিচ্ছেন। সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়েই পুরোপুরি মনোযোগী হওয়ার। রাব্বি বলেন, ‘ছোটবেলা থেকে মঞ্চে কাজ করছি। অভিনয়টা তো রক্তে মিশে গেছে। তাই অভিনয়েই পুরোপুরি মনোনিবেশ করতে চাই। জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে অভিনেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই।’
সম্প্রতি মীর রাব্বি শেষ করলেন জাহিদ প্রীতমের নির্দেশনায় ‘এমন দিনে তারে বলা যায়’ নামের একটি ফিকশন। নিষেধাজ্ঞার কারণে এখনই বিস্তারিত না বললেও কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন তিনি। এ ছাড়া রাব্বি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি ‘বকুলের বুকে রক্ত করবী’, অন্যটি ‘কুরকাব’। দুটি সিনেমাই মুক্তির জন্য প্রস্তুত।
বকুলের বুকে রক্ত করবী সিনেমার পরিচালক শাহরিয়ার পলক। সিনেমায় বকুল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বি। অন্যদিকে, কুরকাবের পরিচালক নূর ইমরান মিঠু। এই সিনেমার মূল চরিত্রে আছেন মোশাররফ করিম।
জে.এস/
খবরটি শেয়ার করুন