ছবি : সংগৃহীত
পূর্ণতা
—শাহিনুর রহমান
আমি বরং কৃষ্ণপক্ষীয় রজনীর চন্দ্র হবো,
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হবো তোমাতে!
আকাশে নক্ষত্রের হিসাব মেলাতে মেলাতে,
মিলিয়ে যাবো কোনো এক অখ্যাত নক্ষত্রের সাথে।
ভালোবাসার ভাগশেষ বলে যদি কিছু থেকে থাকে,
তবে আমি সেই জনমে তোমাকেই-
চেয়ে নিবো বিধাতার কাছে।
নিত্যকার হিসাব চুকিয়ে নিচ্ছে সময়,
আর নিষ্প্রভ অভিমানে কেটে যাচ্ছে এবেলা ওবেলা।
মানছি, শ্বাশ্মত প্রেম কখনো সময়ের বাক্সে বন্দি করা যায় না।
তবুও তো মানুষ আমরা! স্পৃহার উর্ধ্বে তো নয়!
কিছু ব্যাথা হৃদয় গহনে লুকানো ভীষণ,
কিছু কথা ভূমিষ্ঠ হয়নি কখনো,
তবুও বলবো খুব বেশি ক্ষতি হয়নি তোমাকে ভালোবেসে।
কারণ আমি জানি,
ভালোবাসার সৃষ্টি হয় অপূর্ণতায়,
আর পূর্ণতা পায় স্মৃতিতে।
তাই কথা দিচ্ছি, স্মৃতি করে যাবো তোমার ভালোবাসাকে,
পূর্ণ করে যাবো ভালোবেসে।
এস/আই.কে.জে/