শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মনাক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি করা হচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাঁদপুরে আঙুরের নামে মনাক্কা বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্রেতারা জানান, আঙুরের মতো দেখতে মনে হলেও মনাক্কার দাম তুলনামূলক কম। ফল ব্যবসায়ীরা আঙুরের দাম নিলেও মনাক্কা দিয়ে প্রতারণা করছেন।

শহরের ওয়ারল্যাস বাজারে শাহজাহান নামের এক ক্রেতা বলেন, মনাক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি করা হচ্ছে। প্রতিকেজি মনাক্কা ৩৪০-৩৬০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। মানুষ না চেনার কারণেই সহজেই ব্যবসায়ীরা প্রতারণা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, ফলের মূল্য তালিকায় পৃথকভাবে মনাক্কার দাম উল্লেখ থাকে না। এতে কম দামের মনাক্কা বেশি দামের আঙ্গুর বলে বিক্রি করা হচ্ছে।

ওয়ারল্যাস বাজারের ফল বিক্রেতা আবুল কালাম বলেন, আমরা চৌধুরীঘাট বাজার থেকে মনাক্কা ফল কিনে আনি। মানুষকে কিছু বলতে হয় না। তারা সবুজ দেখে আঙুর ফল ভেবে মনাক্কা কিনে নিয়ে যায়। আমরা কি করতে পারি?

আরো পড়ুন: সিলেটে টিলা ধসের ঘটনায় উদ্ধারকাজে সেনাবাহিনী

ফল সম্পর্কে সবাই সচেতন হলে প্রতারণা বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, যারা প্রতারণা করছেন দ্রুত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মনাক্কা চেনার উপায় কী এমন প্রশ্নে নূর হোসেন রুবেল বলেন, মনাক্কা দেখতে গোলাকার। ভেতরে একাধিক বীজ রয়েছে।

প্রসঙ্গত, আঙ্গুর আর মনাক্কার মধ্যে আসল পার্থক্য হলো এর বীজ। মনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ। আঙ্গুরে কোনো বীজ থাকে না। মনাক্কার আকার আঙুরের থেকে বড়। এছাড়া মনাক্কা আঙুরের থেকে একটু বেশি মিষ্টি। আঙ্গুর সাধারণত হালকা টক-মিষ্টি হয়। তবে জাত ভেদে মনাক্কাও টক হতে পারে।

এসি/ আই.কে.জে/


আঙ্গুর মনাক্কা

খবরটি শেয়ার করুন