বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় মানবিক সহায়তা

প্রথমবারের মতো আকাশ থেকে ত্রাণসামগ্রী দিলো আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ বিরতির বিরোধীতা করা আমেরিকাই এবার গাজাবাসীর জন্য আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে গাজায় মানবিক সহায়তার প্রথম ধাপে ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলেছে দেশটি।

তিনটি সামরিক প্লেন থেকে প্যারাসুটের সাহায্যে এসব ত্রাণ মাটিতে পৌঁছানো হয়েছে। এই কাজে আমেরিকাকে সহায়তা করেছে জর্ডানের বিমান বাহিনী।

বাস্তুচ্যুত গাজার বাসিন্দা মেধাত তাহের বলেছেন, এ ধরনের পদ্ধতি প্রয়োজনের খুবই অপ্রতুল।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২রা মার্চ) কয়েকটি সি-১৩০ পরিবহন প্লেন গাজা উপকূলে ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট ফেলেছে। এটি গাজায় সহায়তা প্রবাহ সম্প্রসারণের জন্য একটি স্থির প্রচেষ্টার অংশ।

আরো পড়ুন: গাজায় রমজানের আগেই যুদ্ধবিরতি হতে পারে: মিশর

এর আগে, খাবারের আশায় ট্রাকের কাছে ছুটে যাওয়া প্যালেস্টাইনিদের ওপর ইসরায়েলের গুলিতে শতাধিক মানুষ মারা যাওয়ার পর ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার আগে ব্রিটেন, ফ্রান্স, মিশর, জর্ডানসহ অন্যান্য দেশ গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলেছিল। তবে আমেরিকার জন্য এই ধরণের ঘটনা এবারই প্রথম।

এদিকে শনিবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল একটি নতুন যুদ্ধবিরতির চুক্তি মোটামুটি মেনে নিয়েছে।

সূত্র: বিবিসি

এইচআ 

আমেরিকা গাজা মানবিক সহায়তা

খবরটি শেয়ার করুন