ছবি: সংগৃহীত
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় গতকাল বুধবার (২৮শে মে) দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। এতে গরমের তীব্রতা কমার পাশাপাশি কমেছে ঢাকার বায়ুদূষণও। আজ বৃহস্পতিবার (২৯শে মে) সকাল ৮টা ৪০ মিনিটের রেকর্ড অনুসারে ঢাকার বায়ুমান ছিল ৪৪, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। অথচ, গতকাল বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৯৯।
বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে। আজ সকাল ৮টা ৪০ মিনিটের রেকর্ড অনুসারে, ৪৪ বায়ুমান নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৬৮তম। শীর্ষ দুইয়ে অবস্থান করছে চির বৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানের দুই শহর।
একিউআই—এর সূচক অনুসারে ১৬১ বায়ুমান নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে ভারতের দিল্লি, ১৫৫ বায়ুমান নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য তিন শহর হলো যথাক্রমে—চিলির সান্তিয়াগো (১৪৮), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪২) এবং চীনের বেইজিং (১৩৮)।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন