বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আ.লীগ নেতার সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলুর যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭শে জুন) পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক গোলাম ফারুক এই আদেশ দেন। 

জেলার সিনিয়র স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৯ই জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন আদালতে স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের আবেদন করেন। গত পহেলা ফেব্রুয়ারি দুদক ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর এজাহার দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী।

আরো পড়ুন: এনবিআর সচিব ফয়সালের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

জানা গেছে, কাজী মাহামুদুর রহমান ডাবলু গত ২০২০ সালের ২৯শে অক্টোবর দুদক দিনাজপুর অফিসে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য গোপন রেখেছিলেন। এছাড়া ৭৯ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এরই প্রেক্ষিতে দুদকে এজাহার দায়ের করা হয়। 

অনুসন্ধানে অভিযোগ প্রতীয়মান হওয়ায় সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক। তদন্তে এসেছে আসামি কাজী মাহামুদুর রহমান ডাবলু তার নামে স্বার্থসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে বিদেশে পালানোর চেষ্টাও করছেন।

অভিযুক্ত তেঁতুলিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু) গণমাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে এটা আমি জানি, তবে আজকের আদালতের আদেশ সম্পর্কে জানা নেই।

এইচআ/   

আ.লীগ নেতা সম্পত্তি ক্রোক

খবরটি শেয়ার করুন