বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ইরাক থেকে মার্কিন সেনা সরাতে আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবিঃ সংগৃহীত

ইরাক থেকে বিদেশি সেনা সরিয়ে নিতে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটির প্রধানমন্ত্রী মোহামেদ শিয়া আল-সুদানি।  

শনিবার (২৮শে জানুয়ারি) বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। আলোচনায় ইরাকি প্রধানমন্ত্রী ছাড়াও দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে গত বছরের আগস্টে ওয়াশিংটনে এক বৈঠকে সেনা প্রত্যাহারের আলোচনার পরিকল্পনা করা হয়েছিল।

বিদেশি সেনারা ইরাক থেকে চলে গেলে সামরিক বিশেষজ্ঞরা ইরাকি নিরাপত্তা ও সামরিক বাহিনীর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে জঙ্গিগোষ্ঠীটি ইসলামিক স্টেট (আইএসআইএল) এর বিরুদ্ধে গ্লোবাল কোয়ালিশনের মিশন তদারকি করবেন এবং শেষ করবেন বলে আশা প্রকাশ করেন ইরাকি প্রধানমন্ত্রী। 

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর যাত্রা শুরু

২০১৪ সালে আইএসআইএল ইরাক ও প্রতিবেশী সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল। ওই সময়টাতে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনা মোতায়েন করা হয়। বর্তমানে ২ হাজার ৫শ মার্কিন সেনা ইরাকে মোতায়েন রয়েছে।

তবে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট একের পর এক হামলার শিকার হচ্ছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকবার আত্মঘাতি ড্রোন হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটিতে জোট বাহিনীর সেনারা অবস্থান করছেন।  

আমেরিকা বলছে ইরানি মদদপুষ্ট গোষ্ঠীগুলো এসব হামলা চালাচ্ছে; পক্ষান্তরে বাগদাদের অভিযোগ, ইরাকের মাটিতে কাশেম সুলেমানির মত ইরানি নেতাদের হত্যা করে ইরাকি ভূখণ্ডে আমেরিকা  ‘আগ্রাসন’ চালাচ্ছে।  

এমন পটভূমিতে ইরাকি প্রধানমন্ত্রীর আশা আলোচনার মাধ্যমে বিদেশি সেনার উপস্থিতি কমানোর জন্য একটি সময়সীমা নির্ধারণ করা যাবে। এই আলোচনার আগেও সুদানি বিদেশি সেনাদের তার দেশে ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।  

উল্লেখ্য আল-সুদানির সরকারের প্রতি ইরানের সঙ্গে সুসম্পর্ক থাকা দলগুলোর সমর্থন রয়েছে।

সূত্র: আল জাজিরা

এইচআ/ আই.কে.জে/

আমেরিকা মার্কিন ইরাক সেনা প্রত্যাহার মোহামেদ শিয়া আল-সুদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন