সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

‘১৪ই সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের স্মরণে আগামী ১৪ই সেপ্টেম্বর যে স্মরণসভা আয়োজন করা হয়েছিল তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

বৃহষ্পতিবার (১২ই সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘১৪ তারিখের স্মরণসভা হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৭২৮ জনের শহিদের তালিকা হাতে এসেছে। ২০ হাজার ২৬৩ জন আহত। চূড়ান্ত তালিকা হাতে পেলে স্মরণসভা হবে। এর খরচ ৫ কোটির টাকার মধ্যে রাখতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে শহিদ পরিবারের সদস্যরা আসবেন, এখানেই সিংহভাগ খরচ হবে।’ 

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের প্রধান। ফাউন্ডেশন মূলত শহিদ ও আহতদের নিয়ে কাজ করবে। তাদের স্মৃতি ধরে রাখতে কাজ করবে। সাধারণ মানুষের ডোনেশন, সরকারি তহবিলের অর্থ ও বিদেশি সহায়তায় অর্থে চলবে ফাউন্ডেশনের কাজ।’  

অন্তর্বর্তী সরকার একটি গণমাধ্যম কমিশন তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি আইন নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন থাকবে না। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। মৌলিক সংস্কার বলতে মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক আইনে পরিবর্তন করা হবে।’

প্রশাসন ঢেলে সাজানোর কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘মন্ত্রণালয়গুলোতে যে-সব প্রকল্পে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো রিভিউ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। যে-সব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নাহিদ বলেন, ‘প্রশাসনিক স্থবিরতা আছে। অসহযোগিতা পাচ্ছি। শ্রমিক অসন্তোষ আছে। বিভিন্ন দাবি দাওয়ার কারণে অস্থিরতা চলছে। তবে কেটে যাবে বলে আশা করছি। সাংবাদিকদের উপর যে নিপীড়ন তার বিষয়ে তদন্ত হবে। ১০০ দিনের কর্মসূচিতে সেখানে অনেক বিষয় আছে। সংস্কারের কাজ চলছে।’ 

ওআ/কেবি



স্মরণসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250