শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রোজা উপলক্ষ্যে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকার ৬০০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর ৩০ টি স্থানে মিলবে এ মাংস। 

সোমবার (৪ঠা ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সাংবাদিকদের এমনটি জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব‌লেন, রমজান উপলক্ষ্যে স‌াশ্রয়ী মূ‌ল্যে মাছ ও মাংস বি‌ক্রি করা হ‌বে। এর ম‌ধ্যে ঢাকার ৩০ স্থা‌নে ভ্রাম‌্যমাণ ট্রাক সে‌লের মাধ‌্যমে গরুর মাংস বিক্রি করা হবে ৬০০ টাকায়, খাসির মাংস ৯০০ টাকা, সলিড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়। 

তি‌নি ব‌লেন, ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়। কাজেই এটাই হলো আমাদের একটি অন্তবর্তীকালীন ব্যবস্থা। আগামী ১০ই মার্চ সেটা উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চল‌বে।

আরও পড়ুন: অর্থনৈতিক সব সূচক বাড়ছে, হতাশার কিছু নেই : অর্থমন্ত্রী

আব্দুর রহমান ব‌লেন, ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হ‌য়ে‌ছে আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।

এসকে/ 

গরুর মাংস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

খবরটি শেয়ার করুন