ছবি: সংগৃহীত
স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (২৮শে আগস্ট) দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে চেষ্টারত দেশের তালিকায় যুক্ত হলো দক্ষিণ কোরিয়া। খবর এএফপির।
বিশ্বের অন্যতম প্রযুক্তিনির্ভর এ দেশটি সম্প্রতি শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্কুলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের নিয়ম আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের এক মুখপাত্র এএফপিকে জানান, গত বুধবার পাস হওয়া বিলটি আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে। এতে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপকারী দেশগুলোর একটি। এর আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন