বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

পুলিশে যুক্ত হচ্ছে দুই হেলিকপ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সেবার বহরে চলতি বছর দুটি হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে। এ দুটির একটি আগামী জুলাইয়ে এবং আরেকটি আগস্টে পাবে পুলিশ। হেলিকপ্টার দুটি সরবরাহ করবে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স নামে সরবরাহকারী প্রতিষ্ঠান। সব ঠিক থাকলে চলতি বছরই সেগুলো হাতে পাবে পুলিশ।  

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যপত্রে এ বিষয় উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরুতে পুলিশ সদর দফতরের এয়ার উইং দুটি রাশিয়ান এমআই-১৭১এ২ হেলিকপ্টার পেতে যাচ্ছে।

আরো পড়ুন : দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি

পুলিশের সেবাকে আরও গতিশীল করতে হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৯শে নভেম্বর ঢাকায় পুলিশ সদর দফতরে এই হেলিকপ্টার কেনার চুক্তি হয়। ওই সময় পুলিশ সদর দফতর জানিয়েছিল, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে এমআই-১৭১এ২ ধরনের দুইটি হেলিকপ্টার কেনা হবে। তার আগে ২০২১ সালের ৬ই অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই হেলিকপ্টার কেনার অনুমোদন দেয়।

গত ২৭শে এপ্রিল জননিরাপত্তা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট) সারোয়ার মোর্শেদ শামীম জানান, রাশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি হেলিকপ্টার সরবরাহ করবে। এজন্য তিনি চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে থাকা বরাদ্দ আগামী অর্থবছরের বাজেটে স্থানান্তরের অনুরোধ করেন।

এস/  আই.কে.জে


পুলিশ হেলিকপ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন