রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ দাবিতে আন্দোলন আপাতত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। রোববার (৮ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দোলনের অন্যতম সমন্বয় রাসেল আল মাহমুদ এই ঘোষণা দেন।

এর আগে দুপুর ১২টায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছি। এই পরিপেক্ষিতে গতকাল এখানে আমাদের মহাসমাবেশ ছিল। তারপর দুপুর ১টা থেকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি। এখানে আমরা ও মিডিয়ার ভাইয়েরা সুশৃঙ্খলভাবে অবস্থান করেছিলেন। আমাদের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি তার পিএসের মাধ্যমে আমাদের একটি লিখিত আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমাদের যে দাবি ছিল, সেটি না পাওয়ায় আমরা আল্টিমেটাম দিয়ে আজ আবারো কর্মসূচি ঘোষণা করি। সেই প্রেক্ষিতে আজ আমরা আবার জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম।

তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আপাতত কর্মসূচি স্থগিত ও সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।

গতকাল শনিবার দুপুর ১টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়। সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি আশ্বাস দেন যে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সমস্যা নিরসনের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করা হবে। যার প্রথম কাজ হবে বয়সীমা ৩৫-এর যৌক্তিক সমাধান।

আই.কে.জে/

আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন