ছবি: সংগৃহীত
প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো এটি পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।
আরো পড়ুন: ২৩ নাবিক সুস্থ আছেন, তাদেরসহ জাহাজ ফেরত আনার লক্ষ্যে আমরা অবিচল : সচিব
এদিকে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে আগুন লাগা বহুতল ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ৭টার পর তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসীম
এইচআ/ আই.কে.জে