রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার *** 'পয়লা বৈশাখ উদযাপনের সঙ্গে ধর্মবিশ্বাসের সংঘাত নেই' *** ফিলিস্তিনিদের দাবির সঙ্গে বাংলাদেশের সবাই আছে *** খেলাধুলার জগতে এখন রোনালদো সবচেয়ে বড় ব্র্যান্ড *** সোনালি দিনের সুবাতাস ঢাকাই সিনেমায় *** ১০ শতাংশ বেসলাইন শুল্ক থেকে অব্যাহতি পাবে অধিকাংশ দেশ, ট্রাম্পের ইঙ্গিত *** লাখো মানুষের স্লোগানে মুখরিত ঢাকা *** বাটা, কেএফসি’তে ভাঙচুর-লুটপাটের নেপথ্যে কারা? *** ফ্যাসিবাদের মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর *** সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতে মডেল মেঘনা কারাগারে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার (৭ই এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত মাসের একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্পষ্টতই, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আহ্বানের প্রতি কোনো শ্রদ্ধা দেখায়নি এবং পরিবর্তে ক্রমবর্ধমান তীব্র হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার উদ্দেশ্য অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানো। 

বাংলাদেশ সরকার অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার, সর্বোচ্চ সংযম অনুশীলন করার এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি দাবি জানায়।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে জাতিসংঘের কাছে, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য এবং অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ সরবরাহের অবাধ প্রবেশের জন্য নিঃশর্ত যুদ্ধবিরতি এবং সমস্ত শত্রুতা বন্ধে অবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের সমস্ত ন্যায্য অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আলোচনার প্ল্যাটফর্মে ফিরে আসার প্রয়োজনীয়তার পুনরাবৃত্তি করেছে। যা আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক বলে মনে করে বাংলাদেশ। সহিংসতা ও ফিলিস্তিনি জনগণের দুর্দশা দূর করতে কূটনীতি এবং সংলাপের পথে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আবেদন জানিয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনি আকাঙ্ক্ষার ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে কাজ করার জন্য বাংলাদেশ বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি তার অবিচল ও দ্ব্যর্থহীন আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

এইচ.এস/


ফিলিস্তিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন